পাকা টিন সেট বিল্ডিং।
ইতিহাসঃ ১৯৯৪ ইংরেজী সালের এলাকার কিছু শিক্ষানুরাগী গন্যমান্য ব্যক্তিবর্গ লামাকাজী উচ্চ বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্টিত করেন। পরবর্তী কালে আর্থিক অনটনের দরুন এলাকার কিছু বিশিষ্ট ব্যাক্তির উদ্যোগে দানবীর রাগীব আলীর সহিত দেখা করেন এবং রাগীব আলী সাহেব বিদ্যালয়ের ব্যয়ভার বহন করতে সম্মত হন। ১৯৯৬ ইংরেজী সনে বিদ্যালয়ের নাম করণ করা হয় রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়। অদ্যবধি পর্যন্ত বিদ্যালয়টি তার সুমানের সহিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিদ্যারয়টি প্রতিষ্টার ক্ষেত্রে ভূমি প্রদান করেন জনাব মোঃ রইছ আলী ও জনাব মোঃ আব্দুর রজ্জাক। বর্তমানে বিদ্যালয়টি দানবীর রাগীব আলী সাহেবের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
শ্রেণী | ছাত্র-ছাত্রীর সংখ্যা | মোট | |
ছাত্র | ছাত্রী | ||
৬ষ্ঠ | ৮৬ | ৮২ | ১৬৮ |
৭ম | ৭২ | ১০৮ | ১৮০ |
৮ম | ৬৩ | ৬২ | ১২৫ |
৯ম | ৪৬ | ৬৯ | ১১৫ |
১০ম | ৪৪ | ৩৯ | ৮৩ |
মোট= | ৩১১ | ৩৬০ | ৬৭১ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস